পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি আটক

বাগেরহাটের শরণখোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি ইলিয়াস শিকদারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ইলিয়াস শরণখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ শিকদারের ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, মাদকের আড্ডার খবর পেয়ে বুধবার রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রাম থেকে ইলিয়াসকে আটক করে পুলিশ। এ সময় তার ১০/১২ জন সহযোগী পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। হামলায় শরণখোলা থানার দুই পুলিশ সদস্য আহত হন। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতে মামলা করে পুলিশ। অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইলিয়াসকে আটক করা হয়।