মাগুরায় গণকবরের সন্ধান

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে গণকবরের সন্ধান পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার মহম্মদপুর উপজেলা পরিষদের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কৃষি অফিসের একটি গুদামের নির্মাণের জন্য মাটি খনন চলছিল। এ সময় নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘স্থানীয়দের ধারণা, এটি কোনও বধ্যভূমি। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও লোকজনের সঙ্গে কথা বলবো। এটি মুক্তিযুদ্ধের সময়ের চিহ্ন হলে সংরক্ষণের ব্যবস্থা করবো।’