আড়াই কেজি স্বর্ণ নিয়ে সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন নারী

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনারবারসহ শাহানারা (৪৮) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বারাদী সীমান্ত দিয়ে সোনা চোরাচালানের খবর আসে। এতে বিওপি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে নাস্তিপুর গ্রামের অবস্থান নেন। দুপুর ১টার দিকে একটি অটোরিকশা দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে গতিরোধ করে। অটোরিকশার যাত্রীদের একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ হলে তার কাছে কোনও চোরাচালান নেই বলে জানান। 

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবির নারী সদস্যরা তার শরীরে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি প্যাকেট থেকে দুই কেজি ৩৪১ গ্রাম ওজনের ২০টি সোনার বার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৪ লাখ ১২ হাজার। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।