প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফেরা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

খুলনার রূপসা উপজেলার তালিমপুর মসজিদের সামনে রাস্তার পাশে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রূপসা অফিসের সাব অফিসার বেল্লাল হোসেন বলেন, ‘আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে সেখানে যাই। এরপর বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটিতে কোন যাত্রী ছিল না। পার্কিং অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তালিমপুর মসজিদের মুসল্লিরা জানান, বাসটি সড়কের পাশে রাখা ছিল। রাত সোয়া ৭টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে।

জানা গেছে, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ‘মায়ের আঁচল’ বাসটি (খুলনা-ব-৯১৭) খুলনা-মোংলা লোকাল রুটে চলাচল করতো। রবিবার দুপুরে বাসটি উপকারভোগীদের নিয়ে রূপসা উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরে এবং চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তালিমপুর মসজিদের সামনে সড়কের পাশে রেখে বাড়িতে যান। এরপর অজ্ঞাত কয়েকজন ভ্যানযোগে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে সন্ধ্যা ৭টার দিকে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হয়নি।