চিংড়ির মান যাচাইয়ে দেশে আসছে ইইউ টিম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের অডিট টিমের রফতানিমুখী চিংড়ির মান যাছাইয়ে বাংলাদেশে সফর উপলক্ষে চিংড়ি ‘রফতানি বৃদ্ধির সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক‌ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্র মিলনায়তনে জেলা মৎস্য বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা মৎস্য বিভাগের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, খুলনা বিভাগের কোস্টাল মেরিন ফিশারিজের উপপরিচালক সরোজ কুমার মিস্ত্রি, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীসহ চিংড়িচাষি নেতৃবৃন্দ।

কর্মশালায় বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা, মৎস্য দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিংড়িচাষিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

বক্তারা জানান, আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন কমিশনের অডিট টিম রফতানিমুখী চিংড়ির মান যাচাইয়ে বাংলাদেশ সফরে আসছে। চিংড়ির রফতানি বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এর আগে, গত ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের অডিট টিম রফতানিমুখী চিংড়ির মান যাচাইয়ে সন্তোষ প্রকাশ করেছিল।