X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

নিষেধাজ্ঞা শেষ, এখনও চাল পাননি লক্ষ্মীপুর জেলার ২৮ হাজার জেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১০:৩৩আপডেট : ০৮ মে ২০২৫, ১০:৩৩

নিষেধাজ্ঞা শেষ হলেও সরকারি চাল পাননি লক্ষ্মীপুর জেলার প্রায় ২৮ হাজার জেলে। এ নিয়ে জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার ওপর এ নিষেধাজ্ঞা ছিল।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় নিবন্ধিত ৩৮ হাজার ৫৭৫ জন জেলে রয়েছে। এরমধ্যে নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তার চাল পাবেন ২৮ হাজার ৩৪৪ জন জেলে। তারা দুই ধাপে ৮০ কেজি করে ১৬০ কেজি চাল বরাদ্দ পাবেন। এর মধ্যে মার্চে প্রথম ধাপের চাল বিতরণ করা হলেও দ্বিতীয় ধাপেরটি এখনও বরাদ্দ আসেনি। যদিও ৩০ এপ্রিল মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হয়। তবে বেসরকারি হিসেবে লক্ষ্মীপুরে ৬০ হাজার জেলে রয়েছে।

সূত্র আরও জানায়, নিষেধাজ্ঞাকালে জেলায় ২৭৬টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩২টি মামলায় ৯৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২০ লাখ মিটার জাল, ৬৪টি মাছ শিকারি নৌকা ও দেড় টন মাছ জব্দ করা হয়।

করাতিরহাট এলাকার জেলে বাদশা মিয়া বলেন, ‘নদীতে গিয়ে জ্বালানি তেলের খরচও ওঠে না, ইলিশ নেই। জালে ছোট দুই-একটি ইলিশ ধরা পড়ে। কিছু পাঙাশের পোনা, ছোট পোয়া ও ট্যাংরা মাছ পাওয়া যায়। সব জেলে চাল পায় না। মেম্বারদের খরচ দিলে তালিকা নাম দেয়।’

সদরের চররমনী মোহন গ্রামের জেলে ইব্রাহিম হোসেন বলেন, ‘আমরা মাছ ধরা ছাড়া অন্য কাজ করতে পারি না। নিষেধাজ্ঞার সময়ের জন্য সরকার ৮০ কেজি চাল দেয়। এখনো পুরোটা পাইনি।’

লক্ষ্মীপুর জেলে ফেডারেশনের সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, ‘নিষেধাজ্ঞার দুই মাস ঘিরে ৪ মাসের জন্য দুইবারে সরকার চাল দেয়। কিন্তু এখনও দ্বিতীয় ধাপের চাল আসেনি। এতে জেলেরা পরিবার-পরিজন নিয়ে অসহনীয় কষ্টে দিন কাটাচ্ছেন।’

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘জেলেদের দ্বিতীয় ধাপের চাল এখনও বরাদ্দ আসেনি। আসলে দ্রুত তা বিতরণ করে দেবো। বিগত সময়ে নিষেধাজ্ঞাকালীন সময়ে বরাদ্দের চাল আসতো। এবার মন্ত্রণালয় থেকে এখনও বরাদ্দ দেওয়া হয়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ক্রেতা নেই, তবু চড়া সবজির দাম
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষসাগরে ফিরছেন জেলেরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সমুদ্রের পর সুন্দরবনেও মাছ ধরায় নিষেধাজ্ঞা: অসহায় জেলেরা
সর্বশেষ খবর
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার ফুটবলার 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ বিবিসিকে যা বললেন প্রধান উপদেষ্টা
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য, ১০ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস
গোপালগঞ্জে ছয় যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২
গোপালগঞ্জে ছয় যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২