আমাকে ভোট দেন আর নাই দেন অন্তত কেন্দ্রে যাবেন: সাকিব

ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘শুনেছি এই এলাকার মানুষজন ভোটকেন্দ্রে যেতে চান না। আপনাদের কাছে অনুরোধ, আমাকে ভোট দেন আর নাই দেন, অন্তত কেন্দ্রে যাবেন। সবাই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মাগুরা শহরের কলেজপাড়ায় নির্বাচনি উঠান বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন নৌকার প্রার্থী সাকিব। এদিন ভোরে কলেজপাড়া এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চান তিনি। পরে কলেজপাড়ার ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর উঠান বৈঠক করেন। বৈঠকে সাকিব বলেন, ‌‘সকাল সকাল কলেজপাড়ার সবাইকে একসঙ্গে দেখে ভালো লাগছে। আপনারা সবাই সকালেই ঘুম থেকে উঠেছেন। ভোটের দিনও সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

কলেজপাড়ার বাসিন্দা রাশেদ শাহীনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ওই এলাকার আইনজীবী শফিকুল ইসলাম মোহন, এস্কেন্দার আজম বাবলু ও আব্দুল কুদ্দুস প্রমুখ। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সাকিব আল হাসান। পাড়া-মহল্লার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নৌকায় ভোট চেয়েছেন।