সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু

সিঙ্গাপুরে কর্মস্থলে কাজ করার সময় রডচাপায় রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, চলতি মাসের ৩ এপ্রিল কনস্ট্রাকশনের কাজ করার সময় রডের বান্ডেলের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন রাকিব। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২০ এপ্রিল) রাতে মারা যান। এ খবর নিশ্চিত করেছেন তার চাচা মিলন হোসেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই তাকে রডের নিচ থেকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাকিবের বাবা মমিনুর রহমান জানান, এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গেছে। সেখানে কনস্ট্রাকশনের কাজ করতো। গত ৩ এপ্রিল প্রতিদিনের মতো সে কাজে যায়। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে রড ওপরে তোলার সময় দড়ি ছিঁড়ে পড়ে তার গায়ের ওপর। সেখান সিভিল ডিফেন্স ফোর্স ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শনিবার মারা যায়।

বেনাপোল পোর্ট বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) জানান, সিঙ্গাপুরে মারা যাওয়া রাকিব ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। সে সিঙ্গাপুরে কাজ করার সময় রডচাপায় মারা গেছে। এখন তার লাশটা কীভাবে দেশে আনা যায়- এ জন্য ইউনিয়নের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।