কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী

কুষ্টিয়ার মিরপুরে ১৬০ স্কুলশিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের হলরুমে সেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে এ বৃত্তি দেওয়া হয়। 

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোহাম্মদ মজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, উপদেষ্টা পরিষদের সদস্য প্রেসক্লাবের প্রচার ও দফতর সম্পাদক কুদরতে খোদা সবুজ, স্থানীয় আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ও মেভসের উপদেষ্টা পরিষদের সদস্য ফিরোজ আহম্মেদ, মিরপুর নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. রোকনুজ্জামান ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাদাত বিন সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক এবং সেভস স্টাইপেন্ড একাডেমির সহকারী পরিচালক বিভাস চন্দ্র পাল। 

২০২৩ সালের ডিসেম্বরে সেভস স্টাইপেন্ড একাডেমির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১১ শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। এর মধ্যে ১৮ জনকে ট্যালেন্টপুলে, প্রথম গ্রেডে ৩২, দ্বিতীয় গ্রেডে ৪০, সাধারণ গ্রেডে ৫৮ এবং বিশেষ গ্রেডে ১২ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।