খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব হত্যা মামলায় বন্ধু রব্বানী রিমান্ডে

খুলনা বিশ্ববিদ্যালয় (খু‌বি) শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যা মামলার আসা‌মি গোলাম রাব্বা‌নির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মো. রা‌কিবুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সোনাডাঙ্গা থানা পু‌লিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে।

আদালতের জিআরও এস হ‌রিদাশ বলেন, গোলাম রাব্বা‌নিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। শুনানি শেষে সা‌র্বিক বিবেচনা করে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির জন্য রাব্বা‌নিকে আদালতে হা‌জির করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি শ‌ফিকুল ইসলাম বলেন, গোলাম রাব্বা‌নির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি দিনগত রাত পৌনে ৯টার দিকে সন্ত্রাসীরা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে অর্ণবকে গু‌লি ও কু‌পিয়ে হত‌্যা করে। এ ঘটনায় পু‌লিশ রাতভর বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিহতের তিন বন্ধুকে হেফাজতে নেয়। শনিবার রাতে নিহতের বাবা নি‌তিশ কুমার বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে মামলা করেন। ওই দিন রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তিন জনকে একসঙ্গে রেখে জিজ্ঞাসাবাদ করেন। বাকি দুই জনকে শর্তসা‌পক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দিলেও পু‌লিশ গোলাম রাব্বা‌নিকে এ মামলায় গ্রেফতার করে।