আটকের পর ছাত্রলীগ নেতা বললেন ‘আন্দোলনের সময় আমি গ্রাফিতি করেছিলাম’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। মঙ্গলবার (২০মে) দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষারত অবস্থায় টিএসসি থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় সোপর্দ করা হয়।

আটক শাহরিয়ার হিমেল (২২) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

জানা গেছে, হিমেল বিভাগের আউটডোর ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে এসেছিলেন।

আন্দোলনের সময় ও ৫ আগস্ট পরবর্তী সময়ে ফেসবুকে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়করা। 

আটক শাহরিয়ার হিমেল বলেন, আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমাকে আটক করা হয়েছে। এটা আমার প্রতি অন্যায় হয়েছে।

এ বিষয়ে ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।