কেসিসির ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

খুলনা সিটি করপোরেশনখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে একজনকে তিনমাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।  দণ্ডপ্রাপ্তরা হলেন, সহকারী কনজারভেন্সি অফিসার মোজাম্মেল হক মিলন, লাইসেন্স অফিসার (যানবাহন) কাজী ইমরুল হাসান ও সহকারী লাইসেন্স অফিসার (যানবাহন) আব্দুস সাত্তার মোল্লা। রবিবার বিকেলে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ আত্মসাতের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 

শাস্তিপ্রাপ্ত সাবেক সিনিয়র লাইসেন্স অফিসার বর্তমানে সহকারী কনজারভেন্সি অফিসার মোজাম্মেল হক মিলন ও লাইসেন্স অফিসার (যানবাহন) কাজী ইমরুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। সহকারী লাইসেন্স অফিসার (যানবাহন) আব্দুস সাত্তার মোল্লাকে ৩ মাসের জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কেসিসির মাস্টার রোল কর্মচারী।
উল্লেখ্য, এই ৩ জনের বিরুদ্ধে ইতোপূর্বে বিলবোর্ডের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসে কেসিসি কর্তৃপক্ষ।

/এমএনএইচ/