পাটকল শ্রমিকদের অবরোধ

‘অর্থ প্রদানের আশ্বাস নয়, ৫ দফা দাবির সফল বাস্তবায়ন চাই’

খুলনা ও যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সোমবার সকাল থেকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন । এসময় শ্রমিকরা জানিয়েছেন  শুধু অর্থ প্রদানের আশ্বাসে নয় ৫ দফা দাবির সফল বাস্তবায়ন চায় তারা।
এদিকে অবরোধ চলাকালে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের মজুরি ও মিলগুলোর জন্য পাট ক্রয়ে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা আসে। শ্রমিক নেতারা এ খবর সম্পর্কে খোঁজ খবর নেন।
পরে শ্রমিক নেতা মো. খলিলুর রহমান বলেন, আন্দোলন থেকে শ্রমিকদের সরানোর জন্য বিভিন্ন ধরনের সুখবর দেয়া হবে। কিন্তু শ্রমিকরা আর আশ্বাস বা ঘোষণা নয়,   ৫ দফা দাবির সফল বাস্তবায়ন চাই। শ্রমিকদের ন্যয্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে তিনি ঘোষণা করেন।

শ্রমিক নেতা মো. নাসির বলেন,  ৪ মাস আগে শ্রমিক ও মিলগুলোর জন্য ৫৭০ কোটি টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এরপর ৪ মাস পার হলেও একটি টাকাও পাওয়া যায়নি। ফলে  আর কোনও বরাদ্দ ঘোষণা নয়, দাবি বাস্তবায়ন করতে হবে আগে।

 আরও পড়ুন:

বোরহানউদ্দিনে দুই ইউপিতে আ.লীগ প্রার্থী জয়ী

গোবিন্দগঞ্জে ভুয়া র‌্যাব সদস্য আটক

/এআর/