‘কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা না দিলে ব্যবস্থা’

জামালপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিবস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ‘স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সরকার। যার মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষগুলো ৩০ প্রকার সেবা পেয়ে যাচ্ছে। আর এই কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত  সেবা প্রদান না করলে কিংবা দায়িত্বে অবহেলা করলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর জেনারেল হাসপাতালের অত্যাধুনিক সম্মেলন কক্ষ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শনিবার সকালে প্রতিমন্ত্রী  এসব কথা বলেন।

সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহসহ অনেকে। পরে প্রতিমন্ত্রী সম্মেলন কক্ষটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম এর নামে নামকরণ করার প্রস্তাব করেন।

/এফএস/

আরও পড়ুন- 

তীব্র শীতেও খোলা আকাশের নিচে সাঁওতালরা
যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর