নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

যাবজ্জীবননেত্রকোনার মোহনগঞ্জে কায়েশ চৌধুরীকে (৩৫) হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সাইফুর রহমান এ রায় দেন।
এছাড়া এ মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের হাবীবুর রহমান খসরু ও তার ভাই কামরুজ্জামান এবং গোলাম ফারুক তানভীর জমি সংক্রান্ত বিরোধের জেরে কায়েশ চৌধুরীকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই মানিক চৌধুরী বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ওই বছরের ৮ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ একই বছরের ৩১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলাটির রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইফুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন পীযুষ কুমার সাহা, সামছুদ্দিন ইলিয়াস ও অ্যাডভোকেট রাসেল আহম্মদ খান।
/এআর/