কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ এপ্রিল সমাবর্তন

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হবে আগামী ১৯ এপ্রিল। প্রথম সমাবর্তনকে সামনে রেখে নতুন-পুরনো শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের প্রথম সমাবর্তন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। গ্র্যাজুয়েটদের নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করে সমাবর্তনে অংশগ্রহণ করতে হবে।

স্নাতক (সম্মান সব অনুষদ) ২০০৬-০৭ থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার, মাস্টার্স (সব অনুষদ) ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার ও ইএমবিএ ২০১৩, ২০১৪, ২০১৫ সামার ও ফল ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্র্যাজুয়েটদের মধ্যে যারা সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহী তাদেরকে ১-৩০ মার্চ মধ্যে বিশ্বদ্যিালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd/convocation এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

/এসটি/