শেরপুর সীমান্তে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর সীমান্তে মৃত বন্যহাতী

শেরপুরে দুই দিনের ব্যবধানে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলার শ্রীবরদীর সীমান্তবর্তী রানী শিমুল ইউনিয়নের নেপালের টিলা এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান। বিকেলে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতির মৃতদেহটি গর্ত করে পুঁতে ফেলা হয়। এসময় ফরেনসিক পরীক্ষার জন্য মৃত হাতির হৃৎপিন্ড, ফুসফুস, পাকস্থলী ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।

শেরপুর সীমান্তে মৃত বন্যহাতী

উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরেনারি সার্জন ডা. মেহেদী হাসান জানান, মৃত হাতিটি একটি মাদী (নারী) হাতি। বয়স আনুমানিক ১০ থেকে ১৫ বছর। উচ্চতা ৭ ফুট ও লম্বায় ৯ ফুটের মতো হবে।

বনবিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম হাতির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বন্যহাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেতের আমন ফসল রক্ষায় গ্রামবাসীর পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতিটি মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা  হয়েছে ।

উল্লেখ্য গত শুক্রবার (৬ অক্টোবর) শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামে একটি পুরুষ হাতিসহ এক বছরে এ সীমান্তে ছয়টি বন্যহাতির মৃত্যু হয়েছে।

আরও পড়তে পারেন: ফুটবল খেলায় ফাউল নিয়ে মারামারি, প্রাণ গেল টিম ম্যানেজারের