জাককানইবি ভিসির ওপর হামলা: চার সদস্যের তদন্ত কমিটি

জাককানইবিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমানের ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মিলন কুমার ভট্টাচার্য্যকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোশাররাফ শবনম ও প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর। এদিকে ঘটনার ৩২ ঘণ্টা পরও এ বিষয়ে কোনও মামলা দায়ের করা হয়নি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে জানান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এএমএম শামসুর রহমান দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় যোগ দিতে আসেন। ক্যাম্পাসে প্রবেশ করার সময় প্রথমে বাধা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহে তার বাসায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ভিসির পক্ষ থেকে থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। ভারপ্রাপ্ত ভিসি এএমএম শামসুর রহমানের অপসারণ দাবিতে যারা আন্দোলন করে আসছে তারাই হামলা করেছে দাবি করেছেন রেজিস্ট্রার।

উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের মেয়াদ শেষে গত ১২ আগস্ট থেকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেজারার এএমএম শামসুর রহমান।