সিসি ক্যামেরা কাজে লাগিয়ে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ সম্ভব: রওশন এরশাদ

ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের পাশে মিডিয়া সেন্টার ও সিসি টিভি কন্ট্রোলরুম পরিদর্শন করছেন রওশন এরশাদঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থাপিত সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘সিসি ক্যামেরা প্রকল্প সারা দেশের জন্যই মডেল হতে পারে। পুলিশ প্রশাসন আন্তরিক হলে সিসি ক্যামেরাকে কাজে লাগিয়ে মহাসড়কের দুর্ঘটনা ও যানজটও নিয়ন্ত্রণ করা সম্ভব।’ মঙ্গলবার  সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের পাশে মিডিয়া সেন্টার ও সিসি টিভি কন্ট্রোলরুম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন নূরে আলম, সিনিয়র এএসপি আল আমিন, ইনস্পেক্টর আবদুল আহাদ খান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদ, সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পুলিশ প্রশাসন গত বছরের ডিসেম্বর মাস থেকে মহাসড়কসহ পুরো জেলা সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সীমান্ত পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করে বর্তমানে ময়মনসিংহ মাহনগরীতে কাজ চলছে।