ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‌্যালি

ময়মনসিংহ মুক্ত দিবসে বিজয় র‍্যালিআজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। এ উপলক্ষে  জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের ছোটবাজারের মুক্তিযোদ্ধা স্মরণীর মুক্তমঞ্চের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়।

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন  ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বিজয় র‌্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। র‌্যালি উদ্বোধনকালে তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে এ দেশের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে জানতে হবে এবং তাদের আদর্শ অনুসরণ করে দেশ গড়ায় নিয়োজিত হতে হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন এমপি,ফাতেমা জোহরা এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,পৌর মেয়র ইকরামুল হক টিটু,জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনসহ জেলার মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।