দেওয়ানগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

বজ্রাঘাতজামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে শিশুসহ দুই জন মারা গেছে। রবিবার (২৪ জুন) দুপুরে তারা মারা যান। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো.আমিনুল হক এই খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-দেওয়ানগঞ্জ উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের মহির উদ্দিনের ছেলে মৎস্যচাষি মো. ইছাহাক আলী (২৭)ও ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি চরপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. আব্দুল্লাহ (১০)।

চর আমখাওয়া ইউনিয়নের চেয়রম্যান মো. আজিজুর রহমান আকন্দ বলেন, মৎস্যচাষি মো. ইছাহাক আলী রবিবার দুপুরে মাছের পোনা কিনতে বাড়ির কাছে ব্রহ্মপুত্র নদের তীরে যান। দুপুর সাড়ে ৩টার দিকে বৃষ্টির সময় তার ওপর বজ্রপাত হলে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো. মাছুদ জানান, রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে হারুয়াবাড়ি চরপাড়া গ্রামের বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ বৃষ্টির সময় বাড়ির কাছেই মাঠে ফুটবল খেলছিল। এ সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়।