জামালপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ





জামালপুরজামালপুরের সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসকের অবহেলায় জবেদা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরিষাবাড়ী হাসপাতালে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



জবেদা সরিষাবাড়ী উপজেলার চর হাটবাড়ী গ্রামের বছির উদ্দিনের স্ত্রী ।
রোগীর স্বজনদের অভিযোগ, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জবেদার জামাতা শাহীন মিয়া চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯টায় হাসপাতালে ভর্তি করে নেয়। এরপর শ্বাসকষ্ট বাড়লেও তারা অন্য কোনও চিকিৎসা দেননি। দীর্ঘ ২ ঘণ্টা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আরিফুল ইসলামের কাছে চিকিৎসার জন্য ধর্ণা দিলেও তিনি কোনও গুরুত্ব দেননি। তখন তিনি সেবা ডায়াগনোস্টিক সেন্টারে রোগী দেখছিলেন এবং ডায়াগনোস্টিক সেন্টারে চেকআপ করাতে রোগীদের নির্দেশ দেন। সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে এসে জবেদাকে ইসিজির জন্য টেস্ট দেন। কিছুক্ষণ পর রোগী মারা গেলেও ডাক্তার আরিফুল ইসলাম তাকে রেফার্ড করে ময়মনসিংহ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে স্বজনদের চাপে সকাল সাড়ে ১১টার দিকে রোগীকে মৃত ঘোষণা করেন।
রোগীর দেবর জয়নাল অভিযোগ করে বলেন, নার্সরা একবার রোগীকে নিচে নিয়ে যেতে বলেন আবার ডাক্তাররা ওপরে নিয়ে যেতে বলেন। রোগী সাড়ে ৮টায় নিয়ে আসলেও তখন কোনও ডাক্তার সেবা দেয়নি। সেবা না পেয়ে আমার রোগী মারা গেছে সাড়ে ১১টায়। মারা যাওয়ার পর রোগীকে রেফার্ড করে দেয় ময়মনসিংহ।আমি এ ঘটনার বিচার চাই।’
অভিযোগ প্রসঙ্গে ডা. আরিফুল ইসলাম বলেন, ‘অনেক সময় দেখা গেল রাউন্ডে যেতে দেরি হয়ে যায় । সবসময় তো একই সময়ে সব রোগীর কাছে যাওয়া যায় না।’
ওসি মাজেদুর রহমান জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।