নান্দাইলের এমপি তুহিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ

ময়মনসিংহ

ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন নৌকার প্রার্থী আব্দুল মালেক চৌধুরী স্বপন। তিনি বৃহ্স্পতিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ করে নৌকা প্রার্থী আব্দুল মালেক চৌধুরী বলেন,‘নান্দাইলের এমপি তুহিন নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ জুয়েলের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। তিনি তার পক্ষে সভা সমাবেশ করে ভোট প্রার্থনা করছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে তিনি আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলে অভিযোগ করা হয়েছে।’

তিনি আরও বলেন,‘গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিও এমপি মনোনয়ন চেয়েছিলেন। সেই থেকেই তার সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। এ কারণেই দলের বিরুদ্ধে গিয়ে এমপি তুহিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন এবং আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন।’

এ অভিযোগ অস্বীকার করে এমপি আনোয়ারুল আবেদিন তুহিন বাংলা ট্রিবিউনকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি এলাকায় অবস্থান করছেন এটা আব্দুল মালেক স্বপন চৌধুরী মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচারে করছেন।