স্বাধীনতা দিবসে জামালপুরে ২৬ কিলোমিটার পদযাত্রা

01মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরে ব্যতিক্রমী অদম্য পদযাত্রার আয়োজন করেছে মুক্তিসংগ্রাম জাদুঘর। মঙ্গলবার ভোরে জামালপুর পিটিআই বধ্যভূমি থেকে পর্বতারোহী সাদিয়া চৌধুরীর সঙ্গে ২৬ কিলোমিটার এই পদযাত্রায় যুক্ত হয় জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পদযাত্রায় আরও ছিলেন জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধর, মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ অনেকে।

২৬ কিলোমিটার পদযাত্রায় শ্মশান ঘাট বধ্যভূমি, আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল, ফৌতি গোরস্থান গণকবর, ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, ভাবকী জি.এম উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু কলেজ, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়, ইয়াতন-জালাল উচ্চ বিদ্যালয়, পশ্চিম শেখসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোকেয়া মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মেলান্দহে মুক্তিসংগ্রাম জাদুঘরে গিয়ে শেষ হবে।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা জামালপুর জেলার এসব বধ্যভূমি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে একাত্তরের স্মৃতিচারণ, গান, কবিতা পাঠ ও নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।