নষ্ট ফল বিক্রির দায়ে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

 

ভ্রাম্যমাণ আদালতনষ্ট ফল বিক্রির দায়ে জামালপুর শহরে দুই ফল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) শহরের মসজিদ সড়ক ও সকাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ খান এ আদালত পরিচালনা করেন। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা ভ্রাম্যমাণ আদালত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ খান বৃহস্পতিবার শহরের বড় মসজিদ সড়ক ও সকাল বাজার এলাকায় অভিযান চালান। এ সময় নাশপাতি, আম ও খেজুরসহ খাবার অযোগ্য ফল বিক্রির দায়ে ব্যবসায়ী মো. সাহেব আলীকে ১৫ হাজার টাকা ও মনির ফল ভাণ্ডারের মালিক মনির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় এ জরিমানা করা হয়।