‘মুজিববর্ষে মুক্তাগাছায় চালকরা শতভাগ লাইসেন্সের আওতায় আসবে’

01মুজিববর্ষ উপলক্ষে মুক্তাগাছা উপজেলার যানবাহন চালকদের শতভাগ লাইসেন্সের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। তিনি বলেন, ‘চালকদের দূরে গিয়ে জেলা শহরে লাইসেন্স করতে অনেক হয়রানির শিকার হতে হয়। মানুষের ভোগান্তি কমাতে তাদের দোরগোড়ায় বিআরটিএর লাইসেন্স প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।’
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবর্ষ উপলক্ষে মুক্তাগাছা উপজেলার শতভাগ চালককে লাইসেন্সের আওতায় আনার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চালকদের শতভাগ লাইসেন্সের আওতায় আনা গেলে সড়কে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।’ এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়শা খানম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল খালেক বক্তব্য রাখেন।