পিপিই পরে সড়কে রিকশাচালক

1

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে সব ধরনের যানবাহন ও হাট-বাজার বন্ধ। তবে শেরপুরের নকলা পৌরসভায় এর মধ্যেও চলছে ভ্যান, সিএনজি, অটোরিকশা ও রিকশা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দেখা গেলো নকলা চন্দ্রকোনা সড়কে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেলমেট পরে একজন রিকশা চালাচ্ছেন।
জানা যায়, রিকশাচালক রুপচান মিয়া নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকার শমসের আলী ছেলে। গত কয়েকদিন ধরেই তার আয় বন্ধ। এদিকে ঘরে খাবারও নেই। বাইরে বের হলেও করোনাভাইরাস সংক্রমণের ভয়। ফলে বাধ্য হয়েই পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হেলমেট পড়ে রিকশা চালাচ্ছেন তিনি। রুপচান মিয়া জানান, যাত্রী কম থাকায় উপার্জন নেই বলেই চলে।
কোথা থেকে পিপিই পেলেন এমন প্রশ্নের উত্তরে রুপচান বলেন, আমি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। সেখান থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেছি।