আ.লীগ নেতার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ

গুদামে চালের বস্তাজামালপুর জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান দুলালের গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা গ্রামে অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ারা পলাশতলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরে এসব চাল সরকারি হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিয়ারা পলাশতলা বাজারের ওই গুদামটির মালিক হাবিবুর রহমান দুলাল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য দুলালের সেল ফোনে কল দেওয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।