৩৬ হাজার মানুষের জন্য টিকা পৌঁছেছে জামালপুরে

জামালপুরে করোনার টিকার প্রথম চালান ৭২ হাজার ডোজ এসে পৌঁছে গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি ) দুপুরে জামালপুর সিভিল সার্জন অফিসে টিকার প্রথম চালানের ৬টি কার্টন এসে পৌঁছায়। এতে ১২টি করে ভায়াল (শিশি) এবং প্রতিটি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। তাতে করে  প্রাথমিকভাবে জেলায় ৩৬ হাজার মানুষের মাঝে এসব টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন প্রণয় কান্তি দাস।

সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা সকালে টিকাগুলো গ্রহণ করে সরাসরি জেলার ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রাখেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলার সাত উপজেলায় তালিকা অনুযায়ী টিকা দেওয়া সম্ভাবনা রয়েছে।

সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে,  ৪৫ জন স্বাস্থ্যকর্মীকে দুই ধাপে চার দিনের প্রশিক্ষণ দিয়ে করোনার টিকা দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।