ময়মনসিংহে দুই দিনে টিকা নিলেন ২০৪২

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাসহ ১৩টি উপজেলায় দুই দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ২০৪২ জন। এই তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানান, গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর গত দুই দিনে জেলার ৫০টি বুথে ২০৪২ জন ব্যক্তি টিকা নিয়েছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে মোবাইলে মেসেজ না আসলেও নিবন্ধনধারীরা বুথে এসে টিকা গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার কমপক্ষে চার হাজার জন ব্যক্তিকে টিকা দেওয়া হতে পারে বলে জানান তিনি।

টিকা গ্রহণকারী ডাক্তার কে.আর ইসলাম বলেন, গত রবিবার টিকা গ্রহণ করেছি। টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনও শারীরিক সমস্যা অনুভব করিনি। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।