দিনব্যাপী গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন তথ্য প্রতিমন্ত্রীর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে দুটি ভবন ও উপজেলা পরিষদের প্রধান ফটকের নির্মাণকাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একই সঙ্গে দিনব্যাপী গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন তিনি।

শনিবার (১২ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে দুটি ভবনের নির্মাণকাজের উদ্বোধন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রতিটি গ্রাম হয়ে উঠবে শহর। যেন ভবিষ্যতে কাউকে গ্রাম ছেড়ে শহরে যেতে না হয়।

এর আগে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের উন্নয়নকাজ, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সড়ক, কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দা গ্রামের সড়ক, মহাদান ইউনিয়নের শানাকৈর বাজারের বারই-পটল সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের দোতলা বাসভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলার আমার বাড়ি আমার খামার দোতলা কার্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ করা হবে

এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে ২১ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণাধীন তিনতলা মডেল মসজিদ নির্মাণকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মুরাদ।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রফিকুল ইসলাম, কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুন প্রমুখ।