X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডা. মুরাদ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, জানালেন সভাপতি-সম্পাদক

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৭ ডিসেম্বর ২০২১, ০১:৫২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের নেতা ছিলেন। ছাত্রদলের তৎকালীন ডা. মেহবুব কাদির ও ডা. মো. ইসাহাক পরিষদের কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মুরাদ হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করা হয়। ছয় মাস দায়িত্ব পালন শেষে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে ছাত্রদল থেকে পদত্যাগ করে ছাত্রলীগে যোগ দেন মুরাদ হাসান। 

সোমবার (৬ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের তৎকালীন সভাপতি ডা. মাহবুব-উল কাদির ও সাধারণ সম্পাদক ডা. মো. ইসাহাক।

তারা জানিয়েছেন, ১৯৯৩ সালে এম-৩০ ব্যাচে মুরাদ হাসান এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় হন। তিন বছর ছাত্রদলের রাজনীতি করার পর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ছয় মাস তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রদলের ওই কমিটির নেতারা ক্যাম্পাসের বাইরে চলে যান। কিন্তু মুরাদ হাসান ক্যাম্পাসে থেকে যান এবং ১৯৯৬ সালের ডিসেম্বরের শেষের দিকে ছাত্রলীগে যোগ দেন। 

ওই সময়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বর্তমানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন বলেন, ডা. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এমবিবিএস ভর্তির পর থেকেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে তিনি কলেজ শাখা ছাত্রদলের কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এলে তিনি ছাত্রলীগে যোগদান করেন। এটা নিয়ে তখন কেউ প্রতিবাদ করেননি। চার বছর ছাত্রলীগের রাজনীতি করার পর ২০০০ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। তখন থেকেই মূলত তার নেতৃত্ব শুরু হয়। 

আরও পড়ুন: ফখরুল বললেন ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন ডা. মুরাদ, যুবদল নেতার প্রতিবাদ

/এএম/এমএস/
সম্পর্কিত
অপতথ্য রোধে ইতালির সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট