ময়মনসিংহে গণটিকার দ্বিতীয় ডোজ পেলেন দুই লাখ ৩৮ হাজার মানুষ  

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদেশের মতো ময়মনসিংহেও গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে দুই লাখ ৫৯ হাজার ৬৩৭ জনকে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজের গণটিকার দেওয়া শুরু হয়। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ও শনিবার (২৯ অক্টোবর) দুই দিনে দুই লাখ ৩৮ হাজার জন গণটিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এই হিসেবে ৯২ শতাংশ ব্যক্তিকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জেলার ১৮৪টি কেন্দ্রে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। দুই দিনে ৯২ শতাংশ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। যারা গণটিকার দ্বিতীয় ডোজ দিতে পারেননি রবিবার (৩১ অক্টোবর) তাদের টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এর পরেও যারা বাদ পড়বেন তারা যেকোনও দিন দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ ছিল। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণ করেছেন বলে জানান সিভিল সার্জন। এখনও ময়মনসিংহ জেলায় সিনোফার্মের এক লাখ টিকার ডোজ মজুত আছে বলে জানান তিনি।