ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ, ‘খুশি’ জামালপুরের আ.লীগ নেতারা 

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় আলোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বাংলাদেশের জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সংসদ সদস্য। তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে এটিকে সাধুবাদ জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতারা। দলীয় প্রধানের এমন সিদ্ধান্তে তারা ‘খুশি’ বলেও জানান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকী বিল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন বা কাউকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখেন। তিনি ডা. মুরাদকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের যে নির্দেশ দিয়েছেন আমি জেলা
আওয়ামী লীগের সভাপতি হিসেবে সে সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, ‘মুরাদ হাসানের আচরণ লজ্জাজনক ও দুঃখজনক।’

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তে সরিষাবাড়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিভিন্ন স্থানে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার এক অডিও কল রেকর্ড ফাঁস হয়। সেখানে মাহিকে ধর্ষণের হুমকি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ। এ ছাড়া তার নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নারীরা।