ময়মনসিংহে বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্তের হারও বেড়েছে। 

হাসপাতালে মারা যাওয়া রোগীদের মধ্যে করোনা পজিটিভ হয়ে একজন এবং বাকি দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন নেত্রকোনার সদরের এক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন জামালপুরে দুই জন।  

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৪। এরমধ্যে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন চার জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫২ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৪.৩৪ শতাংশ।  এর আগে শনিবার শনাক্তের হার ছিল ১৮.৪০ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ছয় শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৩১১ জন এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১২৭ জন ।