ময়মনসিংহ বোর্ডের এক কলেজের কেউই পাস করেননি

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একটি কলেজও রয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ফলের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, শিক্ষা বোর্ডের অধীনে জামালপুর জেলার বকশিগঞ্জের চন্দ্রবাজ রাশিদিয়া বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে দুই শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুই জনের মধ্যে কেউ পরীক্ষায় পাস করতে পারেননি।

এ বিষয়ে চন্দ্রবাজ রাশিদিয়া বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওই কলেজে শতভাগ ফেল করার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বাংলা ট্রিবিউনকে জানান, একটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। তবে সে প্রতিষ্ঠানটিতে মাত্র দুই জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল কেন খারাপ হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ২৭৫টি প্রতিষ্ঠানের ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫.৭১ শতাংশ। এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৮৭ জন। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি।