ধনু নদীর পানি বিপৎসীমার ওপরে, বাঁধে ফাটল

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি বিপৎসীমার (২৭ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসল ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। পানি বাড়ার কারণে কির্তনখোলা, গোমাইল ও চরহাইজদা বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বাঁধরক্ষায় হাওর অঞ্চলের কৃষক ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টপাত অব্যাহত থাকায় ও পাশের সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে যাওয়ায় খালিয়াজুড়ির হাওর অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেকেই তড়িঘড়ি করে কাটছেন কাঁচা-পাকা ধান।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, অব্যাহতভাবে নদ-নদীগুলোর পানি বাড়ায় অনেক বাঁধই হুমকির মুখে পড়েছে। এখন পর্যন্ত জেলার মোট ২৪ হাজার ৬২৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জেলায় এখনও এক লাখ ৬০ হাজার ২০১ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। এ বছর জেলায় মোট এক লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ‍এর মধ্যে হাওরে আবাদ হয় ৪০ হাজার ৯৬০ হেক্টর। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে হাওরের সব ধান কাটা শেষ হবে।

নেত্রকোনা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, ‘পানি বাড়ার কারণে বাঁধে ফাটল দেখা দিয়েছে। সংস্কারে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।’ কৃষকদের দ্রুত ধান কাটার পরার্মশ দেন এই কর্মকর্তা।