ভালুকা-মাস্টারবাড়ি সড়কে ধীরগতি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় কিছুটা ধীরগতিতে যান চলাচল করছে। তবে যানজটের সৃষ্টি হয়নি।

পরিবহন চালকরা জানান, মহাসড়কের দুই পাশে গার্মেন্টসের স্টাফবাস দাঁড়িয়ে থাকার কারণে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বাস চলাচলে কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে সড়কে তেমন একটা যানজট নেই। গাড়ি ধীরগতিতে চলার কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ আহমেদ জানান, গার্মেন্টস ছুটি হওয়ায় সড়কে সড়কে শ্রমিকদের চলাচলে যানবাহনের চলাচল কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। সকাল থেকে মহাসড়কের দুই পাশে গার্মেন্টসের কিছু বাস দাঁড়িয়ে থাকার কারণেও গাড়ির চাপ সৃষ্টি হয় ধীরগতি হয়েছিল। সকাল থেকেই সড়কে হাইওয়ে পুলিশ কাজ করার কারণে সেই ধীর গতি অনেকটাই কমে আসছে।

তবে যাত্রীদের এবার ঈদযাত্রায় খুব একটা দুর্ভোগ নেই বলে জানান তিনি।