ফ্ল্যাট ভাড়া নিয়ে ককটেল তৈরি করেছিল তারা

ময়মনসিংহের ফুলপুরে ১৮টি ককটেল ও বিস্ফোরকদ্রব্যসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা গ্রামের পুরাতন ডাকবাংলার দেবল সরকারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সাত-আট জন পালিয়ে গেছে। তবে কী উদ্দেশ্যে ককটেলগুলো বানানো, গ্রেফতার এবং পালিয়ে যাওয়া ব্যক্তিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গ্রামের ফখর উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম দিদার (২০), উপজেলার বওলা সুতারপাড়া তালুকদার বাড়ির গোলাম মওলা তালুকদারের ছেলে জুনায়েদ আল হাবিব সিফাত (১৯) ও পৌরসভার দিউ গ্রামের কবির হোসেনের ছেলে শাহাদাত হোসেন। এর মধ্যে দুই জন ফুলপুর ডিগ্রি কলেজের এবং একজন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। 

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‌‘ফ্ল্যাট বাসায় তল্লাশি চালানোর সময় লাল স্কচটেপে মোড়ানো ১০টি এবং কালো স্কচটেপে মোড়ানো আটটি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা মাসখানেক আগে দেবল সরকারের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। অভিযানের সময় তাদের সহযোগীরা পালিয়ে গেছে। কী উদ্দেশ্যে ককটেলগুলো বানানো হয়েছে, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা বিষয়টি খতিয়ে দেখছি আমরা।’

তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এগুলো নিষ্ক্রিয় করা হবে।’ 

ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক ঝুটন চন্দ্র বর্মন বলেন, ‘রবিবার বিকালে তাদের আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেওয়ান মনিরুজ্জামান। রিমান্ড শুনানির জন্য পরে দিন ধার্য করবেন বলেছেন বিচারক।’