গরু চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে। আহত অন্য দুই জন হলেন- শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চাঁন মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

এলাকাবাসী জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঁঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান ও আরও দুই জন আহত হন। সঙ্গে থাকা আরও ৮-১০ চোর পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও আহত দুই জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) বলেন, সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার মহিষ দুটি নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি শনাক্ত করি।

গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) বলেন, রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে চারটি গরু হারিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে সেখানে আমার গরুগুলো শনাক্ত করি।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুই জন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।