লিপু হত্যা: বিচারের দাবিতে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ

16196493_588633314664075_1736007606_o

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা লিপু হত্যার তদন্তে অসন্তোষ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশ করে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন।

16196393_588633244664082_1854452760_o

সমাবেশে বক্তারা বলেন, তিন মাসেও লিপু হত্যার কোনও অগ্রগতি দেখছি না। পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকাণ্ডের মতো লিপু হত্যাও নাটকীয়তার রূপ নিচ্ছে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না।কিন্তু পরিস্থিতি এমন যে আমাদের বলতে বাধ্য করছে।

বক্তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরাআগেও বলেছিলাম, হত্যার বিচারে অগ্রগতি না দেখলে আবার রাস্তায় নামবো। আজ আমরা সেই কারণেই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

16145851_588629471331126_1418316945_o

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকালে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসটি/