লিপু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তরের আদেশ

মোতালেব হোসেন লিপুরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি আদেশনামা রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কার্যালয়ে পৌঁছায়।



শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।
তিনি বলেন, রাবি ছাত্র লিপু হত্যা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর সংক্রান্ত একটি আদেশনামা এসেছে। দুই-তিন দিনের মধ্যেই মামলাটি পুলিশের কাছ থেকে হস্তান্তর করে সিআইডির কাছে দেওয়া হবে। মামলার নথি পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করবে।
এর আগে লিপু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অশোক চৌহান। মামলার দায়িত্ব নেওয়ার পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে, অল্পদিনের মধ্যে দোশিদের শনাক্ত করা যাবে। তবে মামলার তেমন কোনও অগ্রগতি নেই।
এরমধ্যে গত বছরের ডিসেম্বরে অশোক চৌহান বদলি হয়ে অনত্র চলে গেলে মামলার দায়িত্ব পান মতিহার থানার নতুন ওসি (তদন্ত) মাহাবুব আলম। তিনি দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের আদেশ আসে।
ওসি মাহাবুব আলম বলেন, ‘পুলিশ সদর দফতরের ক্রাইম সেল থেকে এ সংক্রান্ত আদেশের একটি চিঠি পেয়েছি। মামলার নথিপত্র আপডেট করে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
তদন্তে ধীরগতির কারণে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন মামলা কে তদন্ত করবে এটা নির্ধারণ করে ক্রাইম সেল। তদন্তের স্বার্থে তারা যেটা ভালো মনে করেন সেটাই করেন।’
প্রসঙ্গত, গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করা হয়। ঘটনার দিন বিকালে লিপুর চাচা বশির মোল্লা বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এর তিনদিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার দেখানো হয়। পরে ৮ নভেম্বর রাজশাহী জজকোর্ট থেকে মনিরুল জামিন পায়। বর্তমানে তিনি জামিনে আছেন। তিন মাসেও তদন্তে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি না হওয়ায় লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
/এআর/