জমির দখল নিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়ি-ঘরে আগুন লাগানোর অভিযোগ

Rajshahi Godagari Adivasi News 18.03.17

জমির দখল নিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়ি-ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার কাকনহাট সুন্দরপুর যুক্তিপাড়া গ্রামের মডল সরেনসহ কয়েকজনের বাড়িতে শুক্রবার (১৭ মার্চ) আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ১০ দিন আগে সুন্দরপুর যুক্তিপাড়ায় ৭৮ ও ৭৯ নম্বর দাগে ৭৬ শতক জমিতে মডল সরেনসহ কয়েকজন সাতটি ঘর তৈরি করে। এই জমিগুলো নিজেদের দাবি করে উপজেলার কাশিমপুর গ্রামের মোজাম্মেল হক। তাদেরকে জমি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তাদের দাবি এটি তাদের পৈত্রিক সম্পত্তি। এরপর মোজাম্মেল হকের নেতৃত্বে শুক্রবার দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও চলে যাওয়ার সময় আগুন দেয়। আগুন দেখে স্থানীরা তা নেভাতে এগিয়ে আসে। তাদের মারধর করে দুবর্ত্তরা। এ ঘটনায় মডল সনেরসহ কয়েকজন আহত হয়েছেন। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

মডল সরেন বলেন, ‘বংশো পরস্পরায় এই জমি আমরা ভোগ করছি। পৈত্রিক সূত্রে এই জমি চাষাবাদ করে আসছি। কিন্তু ছেলেদের বাড়ি-ঘর তৈরির প্রয়োজন হওয়ায় ১০ দিন আগে বাড়ি-ঘর তুলি। এরপর হঠাৎ করে মোজাম্মেল হকসহ কয়েকজন তাদের জমি বলে দাবি করেন।’

বাড়ি-ঘরে আগুন, ভাঙচুর, হামলা ও নির্যাতনের অভিযোগ এনে শনিবার (১৮ মার্চ) গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে মডল সরেন। কাশিমপুর গ্রামের মোজাম্মেল হক, তার ছেলে দুরুল হোদা, ঘিয়াপুর পুকুর এলাকার নাসির উদ্দীন ও কাশেমের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 /এসটি/