সোমবার (২০ মার্চ) দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক শাহনাজ পারভীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কনা।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নীরেন্দ্রনাথ সাহার কাছে আদালতের কাগজ দেখাতে গেলে কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি সাহাদুল হক মাস্টারকে লাঞ্ছিত করে। এই নিয়ে দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে ছবি ভাঙচুরের অভিযোগ এনে গত শনিবার (১৮ মার্চ) কলেজ শিক্ষক মাহমুদ আকতার গোদাগাড়ী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাহাদুল হকসহ কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে ছবি ভাঙচুরের অভিযোগ এনে ১৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন সাহাদুল হক মাস্টার।
এই ঘটনায় শনিবার (১৮ মার্চ) ভোরে পুলিশ রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিরেন্দ্রনাথ সাহা ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুস সবুরকে আটক করে। এছাড়াও শনিবার সকালে কলেজের পিয়ন অকিল, রবিউল করিম রবি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদকে আটক করা হয়। তবে নীরেন্দ্রনাথ সাহা ছাড়া অন্যদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী জানান, ঘটনার দিন গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ঘটনাস্থলে পুলিশ ছিল। ওইদিন ছবি ভাঙচুরের ঘটনা ঘটেনি। অধ্যক্ষর রুমে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো ছিল। অধ্যক্ষর অনুপস্থিতিতে তার রুমে তালাবন্ধ থাকে। প্রাথমিকভাবে ছবি ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নীরেন্দ্রনাথ সাহাকে গ্রেফতার করে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
/এআর/