চার জঙ্গির লাশ এখনও শিবনগরের আস্তানায়

শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযানচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত চারজনের মরদেহ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উদ্ধার করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম  খান জানান, আজ  শুক্রবার দিনের যেকোনও সময় মরদেহ উদ্ধারে অভিযান চালানো হবে। এর আগে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল পুরো বাড়িতে তল্লাশি চালাবে। তল্লাশি শেষে বাড়িতে আরও বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত হয়েই লাশ উদ্ধারে অভিযান চালানো হবে।

বাড়িটি চারদিক থেকে এখনও ঘিরে রেখেছে পুলিশ। এলাকাবাসী এমনকি গণমাধ্যমকর্মীদেরও বাড়ির কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। বাড়ির কাছাকাছি দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। সিআইডির ক্রাইম সিন’র সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

এদিকে বৃহস্পতিবার ওই জঙ্গিবাড়ি থেকে উদ্ধার হওয়া আবুর স্ত্রীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

প্রসঙ্গত,জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। এরপর বৃহস্পতিবার অভিযান চলাকালে সন্ধ্যায় আত্মঘাতী হয় চার জঙ্গি।

/বিএল/ 

আরও পড়ুন:
‘আমরা বাচ্চা নেবো, কিন্তু লাশের ব্যাপারে কিছু বলতে পারছি না’