চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশি মো. বিকল আলী (৩০) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত আবুল হোসেন আবু’র ছেলে।

শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকল আলীসহ কয়েকজন গরু আনছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌল্লতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে বিকল আলী গুরুতর আহত হলে অন্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুতর আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো.রাশেদ আলী।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম শফিক জানান, গুলিতে আহত বিকল আলী আরএমসি’র ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার বুকের বামদিকে গুলি লেগেছে এবং সে সংজ্ঞাহীন রয়েছে। 

আরও পড়ুন: মহাসড়ক নিরাপদের জন্য উচ্ছেদ অভিযানে নাটোর প্রেসক্লাব ভবন