জাল সার্টিফিকেট তৈরির জন্য একটি প্রতিষ্ঠানের জরিমানা

জাল সার্টিফিকেট তৈরির জন্য এই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদলতের জরিমানা

নওগাঁর রাণীনগরে জাল সার্টিফিকেট তৈরির অপরাধে মিলন কম্পিউটারের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করার জন্য এক যুবকের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার রাণীনগর সদর বাজারের বিজয়ের মোড়ে এ ঘটনা ঘটে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব।

রাণীনগর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, উপজেলার সিম্বা গ্রামের মোস্তাক কাজীর ছেলে রুহুল আমিন (২১) নামে এক যুবক এসএসসি পাশের সার্টিফিকেটসহ কাগজপত্র নিয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসে। কিন্তু এসএসসি সার্টিফিকেটটি সন্দেহজনক হওয়ায় রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে রাণীনগর বাজারের বিজয়ের মোড়েরের পশ্চিম পাশের মিলন কম্পিউটার থেকে জাল সার্টিফিকেটটি তৈরির কথা স্বীকার করে। তখন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে মিলন কম্পিউটারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান।

আরও পড়ুন: একদিন বন্ধের পর ফের চালু হিলি স্থলবন্দর