নাটোরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

নাটোরনাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন শ্রমজীবী কিশোর। নিহত কুলসুম (৪) সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং সোহানুর রহমান সোহান (২০) বড়াইগ্রাম গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনির পশু চিকিৎসক আব্দুল জলিলের ছেলে।
গুরুদাসপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে মাছ বহনকারী একটি পিকআপ রাস্তা পারাপারের সময় শিশু কুলসুমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার মোতালেব হোসেনকে আটক করে।
অপরদিকে, বড়াইগ্রাম উপজেলার রশিদ অটোরাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার দিকে সাইকেলযোগে ডিউটিতে আসার সময় মিল গেটে ঢোকার পথে ট্রাকের ধাক্কায় মিলের শ্রমিক সোহানুর রহমান সোহানের মৃত্যু হয়।
তবে নিহত সোহানের দুই চাচা মাকলেসুর রহমান ও ইলিয়াস হোসেন মিল কর্তৃপক্ষের বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, মিলের ভেতর সিসিটিভি ক্যামেরা থাকলেও সোমবার সকালে ভেতরে কোনও ক্যামেরা পাওয়া যায়নি। আবার ট্রাকচাপায় মৃত্যু হয়েছে জানানো হলেও, অজানা কারণে লাশের ময়নাতদন্ত হয়নি। ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর মিল কর্তৃপক্ষ সোহানের মৃতদেহ বাড়িতে পাঠিয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, এ ঘটনায় কোনও মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।