চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার



উদ্ধার অস্ত্রচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রাঘববাটি মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ’ বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি’র শিংনগর বিওপি’র একটি দল রাঘববাটি মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অজ্ঞাত এক ব্যক্তি ভারত থেকে সন্দেহজনকভাবে বাংলাদেশের দিকে আসতে থাকলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের মধ্যে ভারতে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’

সাজ্জাদ সরোয়ার আরও বলেন, ‘সীমান্তে সব ধরনের অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’