দিনাজপুরে লড়বেন ৩৪ জন প্রার্থী

দিনাজপুরদিনাজপুরের ৬টি আসনে বৈধ ৫০ প্রার্থীর মধ্যে ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৩৪ জন। দিনাজপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল আলম রবিবার এই তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যে তিনি জানান, দিনাজপুর-১ আসন থেকে বিএনপির মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও মঞ্জুরুল ইসলাম, জাতীয় পার্টির মাহাবুব আলম, ওয়ার্কার্স পার্টির আবদুল হকের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। একইভাবে দিনাজপুর-২ আসন থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ আসন থেকে বিএনপি প্রার্থী হাফিজুর রহমান সরকার, দিনাজপুর-৫ আসন থেকে বিএনপি প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনসুর আলী সরকার এবং দিনাজপুর-৬ আসন থেকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী ও লুৎফর রহমান, জাতীয় পার্টির দেলওয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির রবীন্দ্রনাথ সরেন, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী, গণফোরামের নুরুননবী মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরীর মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে।

বর্তমানে দিনাজপুর-১ আসন থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল, বিএনপির (প্রকৃতপক্ষে জামায়াতের) মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফুল আলম, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মনজুর উল করিম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির আরিফুল ইসলাম।

দিনাজপুর-২ আসন থেকে ৫ জন প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির সাদিক রিয়াজ, জাতীয় পার্টির জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান ও বাংলাদেশ মুসলীম লীগের এরশাদ হোসেন।

দিনাজপুর-৩ আসনের প্রার্থীরা  রয়েছেন, আওয়ামী লীগের ইকবালুর রহিম, বিএনপির সৈয়দ  জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেরে খাইরুজ্জামান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মাহমুদ উল করিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বদিউজ্জামান ও বিকল্পধারা বাংলাদেশর আশরাফুল ইসলাম।

দিনাজপুর-৪ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, বিএনপির আখতারুজ্জামান মিয়া, জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী, ইসলামী  আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলীম লীগের মোজাফফর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রেয়াজুল ইসলাম ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাজেদুল আলম চৌধুরী।

দিনাজপুর-৫ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান, বিএনপির এজেডএম রেজওয়ানুল হক, জাতীয় পার্টির সোলায়মান সামি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতিউর রহমান, বাংলাদেশ মুসলীম লীগের শফিকুল ইসলাম ও পিপলস পার্টির শওকত আলী।

দিনাজপুর-৬ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শিবলী সাদিক, বিএনপির আনোয়ারুল ইসলাম (প্রকৃতপক্ষে জামায়াত), ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম সিদ্দিক ও ন্যাশনাল পিপলস পার্টির শাহিদা খাতুন।